জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলাফলে ‘গর্বিত’ প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলাফলে ‘গর্বিত’ প্রধানমন্ত্রী

৮ অক্টোবর : ১০ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জিতে সরকার গড়তে চলেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। তাদের জোট পেয়েছে ৪৯টি আসন। তার মধ্যে ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৪২টি আসন। বিজেপি পেয়েছে ২৯টি আসন। জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলাফলে ‘গর্বিত’ বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভাল ফল করার জন্য ন্যাশনাল কনফারেন্সকে ধন্যবাদ জানালেন তিনি।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের ফল ঘোষণা হওয়ার পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “জম্মু ও কাশ্মীরের এই নির্বাচন খুবই স্পেশাল ছিল। সংবিধান ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর প্রথম নির্বাচন হল সেখানে। ভোটদানের হার এবার উল্লেখযোগ্য। এর অর্থ মানুষ গণতন্ত্রে আস্থা রেখেছে।” এর জন্য জম্মু ও কাশ্মীরের ভোটারদের প্রশংসা করেন তিনি।

জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলেও ‘গর্বিত’ নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “জম্মু ও কাশ্মীরের বিজেপির পারফরম্যান্সে আমি গর্বিত। যাঁরা বিজেপির উপর আস্থা রেখেছেন, তাঁদের ধন্যবাদ। আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই, জম্মু ও কাশ্মীরের উন্নয়নে কাজ করে যাব আমরা।” বিজেপির কর্মী-সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি।

জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলাফলে ‘গর্বিত’ প্রধানমন্ত্রী

Author

Spread the News