সূতা-কম্বলের দলকে ভোট দিলে ভোট নষ্ট হবে : পীযূষ
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : “অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা যখন কিছু বলেন, তখন সবাই তাকে বিশ্বাস করে। তিনি যদি বলেন, তিনি এটা করবেন, তাহলে তিনি তা করবেন। জনগণ তার ওপর আস্থা রাখে। এমনটাই বললেন মন্ত্রী পীযূষ হাজরিকার। শনিবার শিবসাগর কোঁয়রপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জনসংযোগ ও তথ্য বিভাগের মন্ত্রী হাজরিকা।
সুতো আর কম্বলের দল বলে কংগ্রেসকে ফের আক্রমণ চালালেন মন্ত্রী। এরা সূতা-কম্বল ছাড়া কিছুই দেয়নি। তিনি বলেন, এই দলকে ভোট দিলে ভোট নষ্ট হবে। তিনি বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কর্মের কথা তুলে ধরেন। অসমে গত দুই বছরে ১১০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে রাজ্য সরকার। আমরা রাস্তা উন্নত করেছি। কংগ্রেস সরকারের আমলে কি এমন ঘটনা ঘটেছে? তিনি উপস্থিত লোকজনের কাছে জানতে চাইলেন।
তিনি আরও বলেন, কংগ্রেস সরকারের আমলে রাস্তার অবস্থা খারাপ ছিল। ১০ বছর আগে মাজুলি যেতে ১০ ঘণ্টা লাগতো, এখন লাগে ৩-৪ ঘণ্টা। কারণ রাস্তাঘাট এখন ভালো। বাঁধটিও পাকা করা হয়েছিল।
এগুলি সবই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তাই মন্ত্রী জনগণকে যোরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন কুমার গগৈকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।