পরিমলের প্রচারে কাটিগড়ায় তিনটি জনসভা পীযূষ হাজরিকার

বরাক তরঙ্গ, ২১ মার্চ : শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের প্রচারে কাটিগড়ায় জনসভা করলেন রাজ্যের তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা। বৃহস্পতিবার কাটিগড়ার এলাকার বিজেপির দুর্গ লেভারপুতা জিপির অন্তর্গত আমতলা হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসংশা করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। বিজেপির কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্য নির্বাচনী সভায় তিনি বলেন, কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করা দলের পক্ষে ভাল।

মন্ত্রী পীযূষ হাজরিকা আরও বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপির সরকার গঠন হওয়ার পর থেকে গোটা দেশে ও অসমে উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়নের জোয়ার দেখে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে বলে তিনি মন্তব্য করেন। বরাকে দু’দিনে প্রায় তিন হাজার নেতা, কর্মী কংগ্রেস দল সহ অন্যান্য দল ত্যাগ করে বিজেপিতে এসে সামিল হচ্ছেন। এতে দলের পক্ষে ভাল। তিনি কেন্দ্রীয় ও অসম সরকারের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয়জল, রাস্তাঘাটের অমূল পরিবর্তন হয়েছে। বিগত কংগ্রেস সরকার আমলে সেই পরিবর্তন দেখা যায়নি। বিজেপি সরকার বিনামূল্য সরকারি চাকরি প্রদান, মেডিক্যাল কলেজ স্থাপন, বিনামূল্য রেশনকার্ড বণ্টন, গ্যাস প্রদান, আয়ুষ্মান কার্ড প্রদান সহ অন্যান্য জনহিতকর প্রকল্প গুলো সাধারণ মানুষ পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় বরাকের দুই লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার আহ্বান জানান মন্ত্রী পীযূষ হাজরিকা।

পরিমলের প্রচারে কাটিগড়ায় তিনটি জনসভা পীযূষ হাজরিকার

এ দিন, আমতলা হাইস্কুল মাঠের নির্বাচনী সভা শেষ করে মন্ত্রী পশ্চিম কাটিগড়ার জলালপুর কুশিয়ারকুল তেমাথায় আয়োজিত নির্বাচনী জনসভায় হাজির হন। পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় মন্ত্রী সহ সব বক্তারাই পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এরপর বিহাড়া বাজারে অপর নির্বাচনী সভায় যোগ দেন মন্ত্রী পীযূষ হাজরিকা। প্রত্যেক নির্বাচনী সভাগুলোতে উপচে পড়া ভিড় ছিল। তিনটি সভাতে প্রায় তিনশতাধিক বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পাটিতে যোগদান করেন নেতা কর্মীরা। সভাগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, দলের রাজ্য সম্পাদক কণাদ পুরকায়স্থ, দুই প্রাক্তন বিধায়ক অমরচান্দ জৈন, কিশোর নাথ, সহ অন্যান্য দলীয় নেতারা।

Author

Spread the News