গণেশ চতুর্থীতে পূণ্যার্থীদের ভিড় শিলচরে

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : গণেশ চতুর্থীতে শিলচর শহরে বেশ কয়েকটি পুজোর আয়োজন করা হয়েছে। বিভিন্ন পূজা কমিটি তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছেন। শিলচর অম্বিকাপট্টি হ্যাপি বয়েজ ক্লাব এবছরও আয়োজন করেছে পুজোর। ক্লাবের গণেশ পূজায় সকাল থেকে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়।

এ দিন পূজার্চনার পর কমিটির কর্মকর্তারা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন, এবছর তাদের ১৩ বছর পূর্ণ হয়েছে। তিনদিনব্যাপী গণেশ পূজা চলবে এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে এবং তিনদিন সন্ধ্যায় ঢাকি প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

গণেশ চতুর্থীতে পূণ্যার্থীদের ভিড় শিলচরে

এ দিকে, সোনাইরোড সর্বজনীন গণশ চতুর্থী মহোৎসব কমিটি দ্বিতীয় বারের মতো পূজার আয়োজন করেছে। সোনাইরোডের জাতীয় সড়কের পাশে লিঙ্করোড পয়েন্টে এবারও ঘটা করে সূচনা হল গণেশ চতুর্থী। সোমবার ছিল অধিবাস এবং মণ্ডপ উদ্বোধন। ফিতা কেটে ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর তিনদিনের গণেশ চতুর্থী উৎসব উদযাপনের সূচনা হয় সোমবার সন্ধ্যায়। পূজা কমিটির মুখ্য উপদেষ্টা শ্যামল বণিক ও সম্পাদক পান্না ভৌমিক, সভাপতি দিলীপ পাল প্রমুখ জানান, এবার প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ ছাড়াও চলছে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ। নরসিংটোলায় পূজার আয়োজন করেছে স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটিও। কমিটির কর্মকর্তারা বলেন, এবছর তাদের প্রথম গণেশ চতুর্থী পূজার আয়োজন করেছেন। এবং রাত আটটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News