যাত্রী বোঝাই পিকআপ ট্রাক দুর্ঘটনার শিকার, হত ১৪

২৯ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডিন্ডোরি এলাকার বাজগড় ঘাটের সামনে। ঘটনায় জখম হয়েছেন একাধিক। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, এদিন বাজগড় ঘাটের কাছে উলটে যায় যাত্রী বোঝাই একটি পিকআপ ট্রাক। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। জখম(Injured) হয়েছেন ২০ জন। তাঁদের শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

উত্তরবঙ্গ সংবাদ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ট্রাকটি প্রবল গতিতে ছুটছিল। গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। উলটে যায় ট্রাকটি। ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে উদ্ধারকারী দল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।

Author

Spread the News