৫ যুবকের মুক্তির দাবিতে বুধবারও রাস্তায় পিকেটার্স মণিপুরে

২০ সেপ্টেম্বর : অস্ত্র সহ ধৃত ৫ যুবকের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টা বনধের ডাক দেয় মেইতেইদের মহিলা গোষ্ঠী মেইরা পেইবি এবং পাঁচটি ক্লাব। বুধবার দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে পিকেটার্স নামেন। টায়ার জালিয়ে প্রতিবাদ জানাম। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ইম্ফলে দোকান, বাজার বন্ধ থাকলেও বুধবার কয়েকটি বাহন চলাচল করে।

শনিবার অস্ত্র সহ পাঁচ যুবককে গ্রেফতার করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়াতে শুরু করে। পোরমপট থানায় বিক্ষোভ দেখান মেইতেইরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছিল। দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। সেই ঘটনায় বেশ কিছু বিক্ষোভকারী এবং র‌্যাফ বাহিনীর মধ্যে বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন।

৫ যুবকের মুক্তির দাবিতে বুধবারও রাস্তায় পিকেটার্স মণিপুরে

তাদের দাবি গ্রেফতার করা পাঁচ যুবক গ্রামের স্বেচ্ছাসেবী। কুকি-জোদের হামলার হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে তাঁরা রক্ষকের কাজ করেন। আমরা ওদের মুক্তি চাইছি। সরকার যদি ওই যুবকদের না ছাড়ে, তা হলে প্রতিবাদ আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনগুলোর কর্মকর্তারা।

Author

Spread the News