এনআইটিতে PIB এর বার্তালাপ অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : প্রেস ইনফরমেশন ব‍্যুরো গুয়াহাটির উদ্যোগে শিলচর এনআইটিতে আয়োজিত হল বার্তালাপ অনুষ্ঠান। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্তকের অন্তর্গত প্রেস ইনফরমেশন ব্যুরো গুয়াহাটির উদ্যোগে শুক্রবার শিলচর এনআইটিতে প্রথমবারের মতো বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিভাগীয় নির্দশক জেন নামচু সহ অন্যান্যরা। অনুষ্ঠানের আধুনিক ভারত কৃষি ক্ষেতের উন্নতি, জাতীয় শিক্ষা নীতি ২০২০, আয়ুষ্মান ভারত ও নারীদের সুরক্ষাসও দেশের  সার্বিক উন্নয়নের কেন্দ্র সরকারের হাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে মতবিনিময় ও বিভিন্ন পরামর্শ আদান প্রদান করা সহ বেশ কিছু প্রস্তাবও তুলে ধরেন বক্তারা।

এনআইটিতে PIB এর বার্তালাপ অনুষ্ঠান

এদিন তৈমুর রাজা চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান পার্থ, সরকার জেলা কৃষি আধিকারিক ডাক্তার এ আর আহমদ, সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য, এনএইচএম করিমগঞ্জের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : হিবজুর রহমান ও দীপ দেব, শিলচর।

Author

Spread the News