সড়ক দুর্ঘটনায় এড়াতে জনগণকে সচেতন হতে হবে : পরিমল

সড়ক দুর্ঘটনায় এড়াতে জনগণকে সচেতন হতে হবে : পরিমল

মাসব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা শিলচরে

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : কাছাড় জেলা প্রশাসন ও জেলা পরিবহন বিভাগের উদ্যোগে সোমবার জাতীয় সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা করা হয় শিলচরে। এদিন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর আবর্ত ভবন থেকে এক বাইক র‍্যালির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগণের মধ্যে এক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন। এরপর গান্ধী ভবনে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার শিকারে প্রাণ হারানো রাজ্যের ৩২৯৬ জনকে শ্রদ্ধঞ্জলী নিবেদন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সড়ক সরক্ষা নিয়ে তিনি রাজ্যের ১১টি বিধানসভা কেন্দ্র সহ ৩৩টি জেলায় বাইক র‍্যালির মাধ্যমে জনগণকে সচেতন করেছেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে ৪৩০৭ কিলোমিটার যাত্রায় অনেকের অশ্রুজলের সম্মুখীন হয়েছেন তিনি।সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি বছরই এধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

সড়ক দুর্ঘটনায় এড়াতে জনগণকে সচেতন হতে হবে : পরিমল

সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে, বাইক চালকদের হেলমেট পরিধান করা, বাহন চালকদের সিট বেল্ট ব্যবহার করা, নেশাগ্রস্থ অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা ও গতি নিয়ন্ত্রণ করে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত জনগণ সচেতন হবে না ততদিন এই সমস্যার সমাধানও হবে না। সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News