সলগইয়ে বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ এপ্ৰিল : অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের সলগই বাজারে সংঘটিত হল এক বাইক দুর্ঘটনা। এতে গুরুতর আহত হল এক যুবক। জানা গেছে, রবিবার স্থানীয় পেচারঘাট গ্রামের সীতেশ বৈদ্যের ছেলে সঞ্জয় বৈদ্য সলগই বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী একটি বাইক তাকে অর্তকিতে ধাক্কা দিলে সে সড়কে লুটিয়ে পড়ে আহত হয়।
ঘটনার পর বাইক চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ অকুস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ বাইক বাজেয়াপ্ত করে বাজারিছড়া থানায় নিয়ে আসে।