নগাঁওয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শুক্রবার দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। নির্বাচনী এলাকার তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এমনকি ৯০ বছরের বেশি বয়সী বয়স্করাও তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বেরিয়ে আসেন। জনগণের ভোটাধিকার প্রয়োগের উৎসাহ স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ইতিবাচক দিক বলে বিবেচিত হয়। ধিং, নগাঁও-বটদ্রবা, রুপিহাট, চামগুড়ি, রহা, লাহারিঘাট, জাগিরোড এবং মরিগাঁও নামে আটটি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৫টা পর্যন্ত নগাঁও জেলায় ভোট পড়েছে ৭১.১৪ শতাংশ। ভোটকেন্দ্রে এখনও ব্যাপক ভিড় রয়েছে এবং জেলায় ভোটের হার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ইভিএম ত্রুটির কারণে নগাঁও শহরের পানিগাঁও-সায়ালী প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮ নম্বর ভোট কেন্দ্রে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
একইভাবে, চামগুড়ির ৯৭ নম্বর ভোটকেন্দ্র, হাতিচোঁ মিডল স্কুল, রাইডাঙ্গিয়া এলপি স্কুল, ভোমোরাগুড়ি এলপি স্কুল এবং বাটদ্রবা ২০৫ নম্বর ভোটকেন্দ্রে ইভিএম ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে।
আসনটির ভোটার হার নিম্নরূপ
ধিং বিধানসভা কেন্দ্রে ৭২.৩০ শতাংশ, রূপিহাট কেন্দ্রে ৭১.৬০ শতাংশ এবং চামগুড়ি আসনে ৭১.৪০ শতাংশ, নগাঁও-বাটদ্রবা আসনে ৭০.১০ শতাংশ ও রাহা (তপসিলি জাতি) ৭১.২০ শতাংশ।