পিসি বড়জালেঙ্গা স্কুলের ঘটনার চাইল ডিএসও

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : গত ৩১ আগষ শনিবার বড়জালেঙ্গার পিসি বড়জালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে সংগঠিত মারপিটের ঘটনায় আহতদের সোমবার শিলচর মেডিক্যাল কলেজে গিয়ে খোঁজ খবর নেন যুব সংগঠন এআইডিওয়াইও’র এক প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্য পরিতোষ ভট্টাচার্য ও সুজিত আকুড়া জানান ঘটনায় গুরুতর আহত হয়ে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে বিনু তাঁতী, সুরজ তাঁতী ও সন্দীপ রাজোয়ার। সংগঠনের পক্ষ থেকে আহতদের বিনামূল্যে উপযুক্ত চিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

এই ঘটনায় ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলে ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া দরকার। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে স্কুল কর্তৃপক্ষ সময়মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে হয়তো এধরনের ঘটনা নাও ঘটতে পারত। সংগঠনের পক্ষ থেকে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং তাদের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করতে জোরালো দাবি উত্থাপন করা হয়।

Author

Spread the News