গণ মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে পথসভা নাগরিক সমন্বয় মঞ্চের
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : বৃহস্পতিবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচরের পক্ষ থেকে চেংকুড়ি রোড পয়েন্ট ও কলেজ রোডে দু’টি পথসভার আয়োজন করা হয়। চেংকুড়ি রোডের পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী, পুর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হরিদাস দাস। সেখানে উপস্থিত ছিলেন ধ্রুব কুমার সাহা, মলয় ভট্টাচার্য, দিলীপ কুমার নাথ, সমর ঘোষ, বিশ্বজিৎ দাশ, মলয় দত্ত, প্রদীপ নাথ, চাম্পালাল দাশ , অভিজিৎ দাম, রামেন্দ্র ভট্টাচার্য, ইলোরা চক্রবর্তী, সামান্ত ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, মানস দাস, সত্যজিৎ গুপ্ত, মৃণাল কান্তি সোম, নন্দদুলাল সাহা, অভিজিৎ রায়, পান্না লাল চক্রবর্তী, মৃত্যুঞ্জয় রায়, সমীরণ চৌধুরী, ত্রিদিব পাল, আশু পাল, অরিন্দম দেব প্রমুখ।
কলেজ রোডে বক্তব্য রাখেন প্রদীপ নাথ, মলয় ভট্টাচার্য, ইলোরা চক্রবর্তী, সীমান্ত ভট্টাচার্য, আশু পাল, সাধন পুরকায়স্থ, নন্দদুলাল সাহা, ধ্রুব কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অরিন্দম দেব। বক্তারা সবার কাছে দল, মত নির্বিশেষে আগামী ৯ সেপ্টেম্বরের গণ মিছিলে যোগ দান করতে আহ্বান জানান। তারা বলেন শিলচরের জনজীবন যে দুর্বিষহ যন্ত্রণার সম্মুখীন তা একমাত্র শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলে দাবি আদায় করা সম্ভব। জনপ্রতিনিধি ও আমলারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তারা উন্নয়ন চান না। তাই তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে আশ্বস্ত না হয়ে সবাইকে পথে নামতে আহ্বান জানানো হয়।