পাথারকান্দি ফুটবলে জয়ী রয়েল চ্যালেঞ্জ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের জয়ী হল রয়েল চ্যালেঞ্জ বারুয়ালের  দল। বৃহস্পতিবার তারা ৩-১ গোলে সোনাতলা এফসিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র আদায় করে নেয়। এদিন বিকেলে পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে প্রথমার্ধের ৫ মিনিটেই রয়েল চ্যালেঞ্জের হয়ে রবেস্ট একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে রাখেন। ৭ মিনিটের মাথায় জেকেল মান সিং থিং গোল করে দলকে সমতায় ফেরান। চলে দু’দলের মধ্যে বল দখলের হাড্ডাহাড্ডি লড়াই।

আক্রমণ পালটা আক্রমণের মধ্যে ৩৬ ও  ৪৫ মিনিটে রয়েল চ্যালেঞ্জ বারুয়ালের হয়ে রহুল আমিন পর পর দু’টি গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল আহাদ পাখি, মনোতোষ  সিনহা, জসিম উদ্দিন এবং অভিজিৎ সিনহা। শুক্রবার কাবাড়িবন্দ একাদশ খেলবে বাজারিছড়া এফসি একাদশের বিরুদ্ধে।

পাথারকান্দি ফুটবলে জয়ী রয়েল চ্যালেঞ্জ
পাথারকান্দি ফুটবলে জয়ী রয়েল চ্যালেঞ্জ
Spread the News
error: Content is protected !!