পাথারকা‌ন্দির সোনাতলা বিএসএ‌ফের বিভিন্ন অনুষ্ঠান


বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর :  বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম অধীন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় ভারত-বাংলা সীমান্তের সোনাতলায়। বৃহস্প‌তিবার পাথারকা‌ন্দির সোনাতলা বিএসএ‌ফ ক্যাম্পের সামনে মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পশু চিকিৎসা শিবির থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামগ্রী বিতরণের আয়োজন করা হয়

পাথারকা‌ন্দির সোনাতলা বিএসএ‌ফের বিভিন্ন অনুষ্ঠান

এ দিন প্রথমে অনুষ্ঠানে উপ‌স্থিত বি‌শিষ্টজন সহ বিভাগীয় শীর্ষ আ‌ধিকা‌রিক‌দের সংবর্ধনা জানানো হয়। এরপর পড়ুয়ারা দেশাত্ব‌বেধক সঙ্গীত সম‌বেত ও একক নৃত‌্য প‌রি‌বেশন ক‌রে। এই অনুষ্ঠান শেষে শুরু হয় পশু স্বাস্থ‌্য শি‌বি‌র। শিবিরে  অর্ধশতা‌ধিক গবা‌দি পশুর স্বাস্থ‌্য পরীক্ষা ক‌রে বিনামু‌ল্যে ওষুধ বণ্টন করা হয়েছে। সব শেষে পড়ুয়া ও জনগ‌ণের ম‌ধ্যে বি‌ভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ‌দি‌নের দ্বিতীয় অনুষ্ঠান‌টি অনু‌ষ্ঠিত হয় লক্ষীপু‌র বিএসএ‌ফের প‌ক্ষে। এ‌তে সীমান্ত এলাকায় বসবাস করা জনগণ সহ পড়ুয়া‌দের ম‌ধ্যে বিতরণ করা হয় সেলাই মেশিন, জু‌তো-চপ্পল, সাই‌কেল, বৈদ‌্যু‌তিক বাল্ব, ফ‌্যান  জ‌লের পাম্প, ছাতা, টর্চ লাইট, চেয়ার টে‌বিল, স্কুল স্টেশনারি ওয়াটার ফিল্টার ‌,টি‌ফিন বক্স, কৃষি সহায়ক যন্ত্র, জলের ড্রাম ইত‌্যা‌দি।

পাথারকা‌ন্দির সোনাতলা বিএসএ‌ফের বিভিন্ন অনুষ্ঠান

দু‌’টি মহতি অনুষ্ঠানে বিএসএ‌ফের শীর্ষ আ‌ধিকা‌রিক হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন অজয় ভট, হ‌রিন্দ্ররসিং তোমর, স‌ঞ্জিব কুমার আরএস কোমা‌য়েত ডাঃ প্রদীপচন্দ্র প্রমুখ।তারা সং‌ক্ষিপ্ত আ‌লোচনায় জানান যে শুধু সীমান্ত বা‌হিনীর প‌ক্ষে একক ভা‌বে আন্তর্জা‌তিক সীমানায় নি‌শ্চিদ্র নিরাপত্তা প্রদান সম্ভবপর নয়।এ‌তে সীমান্ত এলাকায় বসবাসকরা স‌চেতন জ‌নগ‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতার প্রয়োজন র‌য়ে‌ছে।এমন স্পষ্ট ম‌নোভাব‌কে সাম‌নে রে‌খে বিএসএফ বরাব‌রের মত সি‌ভিক অ‌্যাকশন অনুষ্ঠানের মাধ‌্যমে ভারতীয় সীমা‌ন্তের দু:স্থ জনগ‌ন সহ মেধা‌বী পড়ুয়া‌দের সঙ্গে নি‌বিড় সম্পর্ক স্থাপন ক‌রে চল‌ছে।এ‌তে কিছুটা হ‌লেও উপকৃত হ‌চ্ছেন প্রত্যন্ত এলাকার লোকজন।এ‌দি‌নের দু‌টি অনুষ্টা‌নে বিএসএ‌ফের প‌ক্ষে প্রায় সাত লক্ষ টাকার সামগ্রী বন্টন করা হয়। আগামীদিনেও এমন প্রয়াস অব্যাহত থাকবে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ

Author

Spread the News