পাথারকান্দির পাথিনি চা বাগান লকআউট, বিপাকে শ্রমিকরা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ মে : লকআউট পাথারকান্দির পাথিনি চা বাগান। শুক্রবার সকালে বাগানের মূল গেটে এমন নোটিশ বিপাকে পড়েছেন শ্রমিকরা। এ দিন সকালে পুলিশ কর্মীরা টহল দিচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার চা বাগানকে লকআউট ঘোষণা করে গেটে নোটিশ টাঙিয়ে রাতে পালিয়ে গা ঢাকা দিয়েছে বাগান ম্যানেজার সহ কর্তপক্ষ। এতে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন বাগান শ্রমিকেরা।
এদিকে, বাগান ম্যানেজার সুপ্রিয় সিকদারের স্বাক্ষরিত নোটিশের প্রতিলিপি ডিসি, এসপি লেবার কমিশন শ্রমিক ইউনিয়ন সহ কর্মকর্তাদের কাছে প্রেরন করা হয় বলে খবর পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয় মঙ্গলবার কিছু বহিরাগত অশ্রমিকদের প্ররোচনায় ব্যাপক সংখ্যক শ্রমিকরা জবরদস্তি করে রুটিন ডিউটিতে থাকা জেনারেল ম্যানেজারের গাড়ি থামিয়ে তাকে ঘেরাও করেন। তখন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এমতাবস্তায় বাগানের ডেপুটি ম্যানেজার এই রাস্তা দিয়ে চলার পথে বিষয়টি প্রত্যক্ষ করে কোনক্রমে ম্যানেজারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজের মোটর বাইকে করে ফেক্টরিতে পৌঁছান।
এ দিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল দু’জন প্রতিনিধিকে যথাস্থানে পাঠালে তাঁরা বুঝিয়ে সুজিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। বরাক চা শ্রমিক সংগঠনের জয়গণেশ সালিয়া সেখানে উপস্থিত হন। পরে তিনি এবং বাগান পঞ্চায়েত মিলেও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সফল হননি। এদিন দুপুর বারোটা নাগাদ উত্তেজিত শ্রমিকরা মিছিল করে ফেক্টরি প্রাঙ্গণে পৌঁছে তর্জন গর্জন শুরু করেন। এমনকি তারা ম্যানেজারের কাছ থেকে কিছু প্রতিশ্রুতি আদায় করতে জোর প্রচেষ্টা চালায়। ম্যানেজার বাগানের মূল্যবান সম্পত্তি ও ম্যানেজমেন্ট স্টাফদের সাময়িক সুরক্ষার কথা চিন্তা করে তাদের কথায় সায় দেন। বৃহস্পতিবার লকআউট ঘোষণা করে পালিয়ে যান বাগান ম্যানেজার।