পাথারকান্দি নারায়নপুরে গ্রাম ঘুরে রামকথা পরিবেশন শিশুদের
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : রামমন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পাথারকান্দি নারায়নপুর গ্রামে বিভিন্ন কার্যসূচী পালিত। গ্রামের শিশুরা রাম, লক্ষণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা লব, কুশ ও বাল্মীকি সেজে গোটা গ্রাম ঘুরে রামকথা পরিবেশন করে। সোমবার বিভিন্ন গ্রাম সহ শহরের প্রায় প্রত্যেকটি মঠ মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিন সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রমের মধ্যে দিয়ে পাথারকান্দি ব্লকের নারায়ণপুর গ্রামের মহাদেব বাড়িতেও ছিল অকাল উৎসব। এদিন সকাল থেকেই শুরু হয় পূজা অর্চনা ভজন কীর্তন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ সহ একাধিক অনুষ্ঠান। ফলে সকাল থেকেই এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে এলাকা জুড়ে।
এদিন গ্রামের বিভিন্ন শিশুরা রামায়নে বর্ণিত কাহিনী অনুসারে রাম লক্ষণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা লবকুশ ও বাল্মীকি সেজে রামকথা পরিবেশন করে। এদিনের অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।