শিলচরে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস  উদযাপন অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ১৪ আগস্ট শিলচর জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত ৭৭ তম স্বতন্ত্রতা দিবসের প্রাক্কালে বিভাজন দিবসের প্রাক্কালে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস  উদযাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস অবিজেপি সরকার থাকা কালীন কখনোও তুলে ধরা সম্ভব হয়নি,  তিনি বলেন, ভারতবর্ষের প্রকৃত ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি অবহিত করতে বিগত সরকারের কোন প্রচেষ্টা ছিল না, দেশ মাতৃকার ইতিহাস জানলে মানুষ দেশ রক্ষার জন্য এগিয়ে আসবেন বলে তিনি মন্তব্য করেন। ভারতীয়রা বিকৃত ইতিহাস জেনে জেনে বড় হয়েছেন,  এরজন্য দেশবাসীর প্রতি ন্যায় বিচার করা সম্ভব হয়নি। বিধায়ক চক্রবর্তী বলেন বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেশ বিভাজনের সময় বিশ্বের সর্ববৃহৎ বিভীষিকা দেশ বিভাজনের ফলে সৃষ্টি হয়েছে। দুই কোটির অধিক  মানুষ এই বিভাজনের ফলে প্রভাবিত হয়েছিল এবং ১৯৪৭   ইংরেজির ১৪ আগস্ট তারিখ দিনটিকে সর্ববৃহৎ বিভাজন বিভীষিকার দিন বলে তিনি উল্লেখ করেন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি ক্ষুদিরাম বসু এবং অন্যান্য। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন এবং বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই ১৯৪৭ ইংরেজির ১৫ আগস্ট আমাদের দেশ স্বাধীন হলেও দেশকে দ্বিখন্ডিত করে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল এর উপর আলোকপাত করে তিনি বর্তমান সরকারের নেওয়া এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিবেদন : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News