গুয়াহাটি কারাগার থেকে প্যারোলে যাওয়া কয়েদি নিখোঁজ

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে যাওয়া বন্দি নিখোঁজ। হত্যার অভিযোগে জেলে ছিলেন মনদীপ রাভা। খুনের অভিযোগে অভিযুক্ত মনদীপ এক মাসের প্যারোলে বাড়ি গিয়েছিল৷ বন্দী বোকোতে তার বাসভবন থেকে পালিয়ে গেছে।

পুলিশ পলাতক বন্দীর সন্ধান করতে পারেনি।

Author

Spread the News