পরিতোষ পাল চৌধুরীর স্মৃতিচারণ সভা পর্ষদের

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ৬১র ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর মৃত্যু দিবস পালনের অঙ্গ হিসেবে বুধবার শিলচরে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে একটি স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংবাদিক তথা পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি হারাণ দে-র পৌরোহিত্য সভায় বিশিষ্ট কবি ও লেখক কস্তুরী হোম চৌধুরী, কবি মৃদুলা ভট্টাচার্য, কবি শুক্লা ভট্টাচার্য, গোষ্টলাল দাস, সাংবাদিক গৌতম তালুকদার ও জয় রায় প্রমুখ তাদের বক্তব্যে পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি চারণ করেন। শুরুতে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, পরিতোষ পাল চৌধুরীর স্বপ্ন ছিল বরাক উপত্যকাকে পৃথক রাজ্যে পরিনত করা করা। তাই বরাক উপত্যকা কে পৃথক রাজ্যে উন্নীত না করা পর্যন্ত বরাক উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন পরিষদ করতে হবে। তিনি শিলচরে পরিতোষ পাল চৌধুরীর একটি মর্মর মূর্তি স্থাপনের বিষয়টি ত্বরান্বিত করার আবেদন জানান। অতিথিরা পরিতোষ পাল চৌধুরী ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এই একই অনুষ্ঠানে কস্তুরী হোম চৌধুরী লিখিত “আসাম ও পশ্চিম বাংলার অভিনব সাহিত্য” নামের পুস্তকটির আনুষ্ঠানিকভাবে আবরন উন্মোচন করেন হারাণ দে। শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে ড. হোম চৌধুরীকে সংবর্ধনা জানানো হয় এবং মানপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সভাপতি ইমাদ উদ্দিন বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরিতোষ পাল চৌধুরীর স্মৃতিচারণ সভা পর্ষদের
পরিতোষ পাল চৌধুরীর স্মৃতিচারণ সভা পর্ষদের

Author

Spread the News