পরিমলকে বই উপহার দিলেন বৈকুণ্ঠধাম আশ্রমের অধ্যক্ষ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শিলচরের লোকসভার বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে “Semi Oblivious Socio-Religious Mores Of The Hindu Bengalis Of Barak Valley” বইটি উপহার দিলেন লেখক বিস্ময় চমক গোস্বামী। বুধবার লেখক তথা শিলচর বৈকুণ্ঠধাম আশ্রমের অধ্যক্ষ বিস্ময়চমক গোস্বামী মন্ত্রীর আইরংমারার বাসভবনে গিয়ে তাঁর হাতে তুলে দেন। বইটি মূলত আদি শ্রীহট্টের হিন্দু বাঙালির বিলুপ্তপ্রায় সভ্যতা সংস্কৃতি এবং কৃষ্টির বিবরণ এই বইটিতে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বিস্ময়চমক গোস্বামী, যা সহজে আকৃষ্ট করে পাঠকের মন।
বইটির উপর রিভিউ লিখেছেন বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর সৌম্য দে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা সুপর্ণা রায়। এই অঞ্চলের বিশিষ্ট ইংরেজি লেখক বিস্ময় চমক গোস্বামী বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে আগামী লোকসভা নির্বাচনে জয়ী ভারতের লোকসভায় গিয়ে বরাকের হিন্দু বাঙালির লাঞ্চনা ও বঞ্চনার কথা তুলে ধরার জন্য অনুরোধ জানান।