অগপর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিমলের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মে : শিলচর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর হয়ে অগপর কর্মকর্তারা যেভাবে প্রচার কাজ চালিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ দলীয় পদাধিকারীরা। শনিবার অগপর জেলা কার্যালয়ে গিয়ে কৃতজ্ঞতা জানান তাঁরা। এ উপলক্ষে এক সভারও আয়োজন করা হয়। সভায় মিত্র জোটের প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, মন খুলে সর্বস্ব দিয়ে নির্বাচনে প্রচার চালিয়েছেন অগপর কর্মকর্তারা। তাই তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কংগ্রেসের শোষনের ইতিহাসকে তুলে ধরে বলেন, কংগ্রেস যদি জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করলে বিরোধী দল গুলোর সৃষ্টি হতো না। কংগ্রেসের লাঞ্চনা-বঞ্চনা ও অত্যাচারের থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই আঞ্চলিক দলগুলোর জন্ম হয় এবং সেই দলগুলোই কংগ্রেস মুক্ত করার প্রয়াস চালিয়ে আজ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।

সভায় অগপর সংখ্যালঘু পরিষদের সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন, মিত্র জোটের  প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে কাছাড়বাসী শিলচর আসনের সাংসদ হিসেবে দেখবেন বলে তিনি সম্পূর্ণ আশাবাদী। সভায় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, মিত্র জোটের সরকার অসমে আসার পরবর্তী সময়ে জনগণ শোষণ ও দুর্নীতি মুক্ত সরকার পেয়েছেন। মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলার প্রত্যেকটি জায়গা থেকে বিপুলসংখ্যক ভোট পেয়েছেন ও তিনি আগামীতে দুই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন।

অগপর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিমলের
বক্তব্য রাখছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

এ দিনের কৃতজ্ঞতা প্রকাশে প্রার্থীর সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহ-সভাপতি অমিতাভ রায়, ওবিসি মোর্চার জেলার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, লোকসভা ভিত্তিক সামাজিক মাধ্যমের আহ্বায়ক প্রসনজিৎ দেব, যুব মোর্চার জেলা সম্পাদক মহিতোষ তাঁতী ও সদস্য অভিষেক চক্রবর্তী।

এই সভায় ছিলেন অগপ কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর, অগপ-র জেলা সম্পাদক মণিতন সিংহ, সহ-সভাপতি রুমিন মাঝারভূইয়া, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, জেলা সহ-সভাপতি সাজিদ মজুমদার, সোনাই বিধান পরিষদের সাহাব উদ্দিন মজুমদার, সম্পাদক আনোয়ার হুসেন লস্কর, বড়খলা বিধান পরিষদের সভাপতি গৌরী সিংহ, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, ছাত্র পরিষদের জেলা সভাপতি পারভেজ লস্কর, সম্পাদক আজমির লস্কর, সাধারণ সম্পাদক সোহান সদিওল, খেলাধূলার  সম্পাদক ইয়াইয়া লস্কর, দলীয় লোকসভা নির্বাচনের ইনচার্জ সুব্রত চন্দ প্রমুখ।

Author

Spread the News