সোনাইয়ে শুরু হল খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত প্রাইজমানি গ্রামীণ ফুটবল

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচরের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ আয়োজিত পরেশ চন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত প্রাইজমানি গ্রামীণ ফুটবল সুচনা হলো সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে বাজিমাত করে সোনাই – ২। তারা ৪-০ গোলের ব্যবধানে হারায় নতুন রামনগর স্পোর্টিং ক্লাবকে। সোনাই- ২ -এর হয়ে এদিন দু গোল করেন হবিবুর রহমান লস্কর ম্যাচের ৮ ও ৫৮ মিনিটে। বাকি দুই গোল আসে আফসর হোসেন চৌধুরী ও সিদ্দিক চৌধুরীর পা থেকে যথাক্রমে ম্যাচের ১৩ ও ৩৭ মিনিটে। আগামীকাল স্বাধীন বাজার খেলবে উত্তর কৃষ্ণপুরের বিরুদ্ধে। এদিন ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমেদ। তাঁকে সহযোগিতা করেন রুবল আহমেদ, টিটু বড়ভূইয়া ও ইজাজুল হক লস্কর।

উল্লেখ্য, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ ট্রফি সিনিয়র জাতীয় ফুটবলে আট বার রাজ্য দলে প্রতিনিধিত্ব করা বাহারুল ইসলাম লস্কর। তিনি তার বক্তব্যে গ্রামীণ খেলাধুলার বিকাশের কথা তুলে ধরেন। আগামীতে কোচিং ক্যাম্পে প্রতিভাবান খেলোয়াড়রা আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিজে এখানে উপস্থিত থাকব। প্রয়োজনে কোচিং দেবো।’ এবছর গুয়াহাটি প্রিমিয়ার লিগ ফুটবলে প্রাইড ইস্ট মেভেরিক দলের চিফ কোচ ছিলেন বাহারুল ইসলাম। 

সোনাইয়ে শুরু হল খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত প্রাইজমানি গ্রামীণ ফুটবল

হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পিসি দত্ত বলেন, ‘আমি খেলাধুলাকে ভালবাসি ফুটবলের জন্য যা করা দরকার খোঁজের মাধ্যমে সব ধরনের সাহায্য করব।’ খোঁজের  সভাপতি ডঃ মহম্মদ মাসুম উনার বক্তব্যে বলেন, খেলাধুলার বিকাশের জন্য গ্রাম অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার চেষ্টা আমরা চালিয়ে যাই । খেলাধুলার বিকাশে সবসময় চিন্তা রাখি আগামীতেই এই ভাবনা অটুট থাকবে। সাধারণ সম্পাদক সজল লস্কর বলেন, ‘সোনাই বাসীরা গ্রামীণ খেলাধুলা আনন্দ উপভোগ করবে ভবিষ্যতেও আমরা এই প্রয়াস চালিয়ে যাব।’ সবাই দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

এদিন উপস্থিত ছিলেন ভারতীয়  স্কুল ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় যাদব পাল সহ ঋত্তি পাল, সুবেদার রঞ্জিত সিং, অধ্যাপক শাহজাহান লস্কর, মৃণাল নাথ, সুরজিৎ সোম, সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার, খোঁজের কোষাধ্যক্ষ কামাল লস্কর, পঙ্কজ পাল, তাহেরা লস্কর প্রমুখ।

Author

Spread the News