মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : পাথারকান্দি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত পাথারকান্দি শহরে দিনদুপুরে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। গৃহকর্তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ির দরজা ভেঙে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দু’লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি বন বিভাগের কর্মচারী সত্যজিৎ রায়ের ঘরে। তিনি সেসময় কর্মস্থলে অবস্থান করছিলেন। অন্যদিকে, বিকেল প্রায় তিনটা নাগাদ তাঁর স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে পাথারকান্দি টাউন কালীবাড়িতে অনুষ্ঠিত হরিনাম সংকীর্তনে যোগ দিতে যান। বাড়ি ফাঁকা থাকার এই সুযোগকেই কাজে লাগায় চোরের দল। পাথারকান্দি হাসপাতাল রোড সংলগ্ন আইডিয়াল কলোনিতে অবস্থিত তাঁদের তিনতলা বাড়ির উপরের ভাড়াটে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ভেঙে সেখানে সংরক্ষিত কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা।
সন্ধ্যার দিকে গৃহকর্তার স্ত্রী বাড়িতে ফিরে ঘরের দরজা ও আলমারি ভাঙা অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে তদন্ত শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।



