শিলচরে ৬ কোটির ইয়াবা সহ এক পাচারকারীকে আটক
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ যৌথভাবে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার কাছাড় জেলায় মাদক পাচারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন, দলটি শিলচর পঞ্চায়েত রোডের রাহুল আমিন নামের ৩৩ বছরের এক যুবকে আটক করল কাছাড় পুলিশ। আটক করে। ওই ব্যক্তি শিলচর বাইপাস রোড দিয়ে ২০,০০০ ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ৬ কোটি টাকা…
