রাষ্ট্রীয় যুব দিবসে খেলাধুলা ও আদর্শচর্চার অনন্য সমন্বয় এবিভিপি শিবেরগুল শাখার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : রাষ্ট্রীয় যুব দিবস উপলক্ষে শিবেরগুল এলাকায় উৎসবমুখর পরিবেশে দিনভর নানা কর্মসূচির আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর শিবেরগুল শাখা। ভারতের মহান দার্শনিক ও যুবসমাজের অনুপ্রেরণার প্রতীক স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে খেলাধুলা ও আদর্শচর্চার সুন্দর সমন্বয় লক্ষ্য করা যায়।দিনের শুরুতে এবিভিপি শিবেরগুল শাখার উদ্যোগে…
