পদ্মপুরস্কারপ্রাপ্ত মধুবনী শিল্পীর তৈরি শাড়ি পরে বাজেট পেশ অর্থমন্ত্রীর
১ ফেব্রুয়ারি : বাজেট পেশের দিন দেশীয় শিল্পকে অনুপ্রাণিত করতে বিভিন্ন রাজ্যের নিজস্ব ছাপ রাখা শাড়ি পড়েন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার টানা অষ্টমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন নির্মলা। সেই যাত্রায় তাঁর সঙ্গী বাংলা-বিহারের শাড়ি। সিল্ক এর উপরে মধুবনি কলকা, কাঁথাস্টিচ এর সোনালী কাজ করা সাদা শাড়ি, লাল ব্লাউজ এবং শাল গায়ে খাঁটি ভারতীয় সাজে সংসদে হাজির নির্মলা।
তিনি পদ্মপুরস্কারপ্রাপ্ত মধুবনী শিল্পী দুলারী দেবীর দক্ষতার প্রতি শ্রদ্ধা জানাতে বাজেট পেশের দিন তাঁর তৈরি একটি শাড়ি পরেছেন। মিথিলা আর্ট ইনস্টিটিউটে যখন অর্থমন্ত্রী পরিদর্শন করেন, তখন তিনি দুলারী দেবীর সঙ্গে দেখা করেন এবং বিহারের মধুবনী শিল্প সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। তখন দুলারী দেবী বাজেটের দিন পরার জন্য শাড়িটি উপহার দিয়েছিলেন অর্থমন্ত্রীকে।
এ দিকে, বাজেট পেশের আগে আজ প্রথামাফিক রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎপর্ব মেটানোর পরেই সংসদের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে ১১টা থেকে পেশ করবেন বাজেট।

