জনগণকে সচেতন করার লক্ষে শিলচরে পদযাত্রা পুলিশ প্রশাসনের
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : গুজবে কান না দেওয়া ও গুজব না রটানোর আহ্বান জানিয়ে পদযাত্রা বের করল কাছাড় জেলা পুলিশ প্রশাসন। জনগণকে সচেতন করার লক্ষে মঙ্গলবার বিকেলে শিলচর শহরে এক গণ সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রাটি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে শুরু হয়ে প্রেমতলা পর্যন্ত গিয়ে ফের সেখান থেকে পুলিশ প্যারেড গ্রাউন্ডের সামনে এসে সমাপ্ত হয়।
পদযাত্রায় ছিলেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমুল মাহাতো সহ সকল পুলিশ, ট্রাফিক বিভাগের কর্মী ও আধিকারিকরা। পুলিশ সুপার নুমুল মাহাতো বলেন, প্রশাসন জনগণের সঙ্গে রয়েছে, যাতে কোন ধরনের নিরাপত্তার অভাব বোধ না করেন তাই এই পদযাত্রা। তিনি আরও বলেন, গুজবকে বিশ্বাস করে আতঙ্কিত না হতে। এবং গুজব রটানো থেকে বিরত থাকতে অনুরোধ করেন। জেলা আয়ুক্ত বলেন, রুটিন মাফিক এই মার্চ। মানুষের পাশে রয়েছে প্রশাসন এই বার্তা দিতে চলছে রুটিন মাফিক মার্চ।