স্মার্ট মিটার নিয়ে কোন অভিযোগ নেই, এসডিইর মন্তব্যে উত্তাল সোনাই সাব ডিভিশন কার্যালয়
দক্ষিণ কাছাড়ের কংগ্রেস নেতা কর্মীদের ঘেরাও কর্মসূচি পালন
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : “প্রিপেড স্মার্ট মিটার নিয়ে কোন অভিযোগ নেই, আন্দোলন ভুল” এসডিইর এমন মন্তব্যে উত্তাল হয়ে উঠে সোনাই সাব ডিভিশন কার্যালয়। মঙ্গলবার প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যে সঙ্গে কাবুগঞ্জে বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশন কার্যালয় দক্ষিণ কাছাড়ের সোনাই, নরসিংহপুর ও পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন। এতে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সূর্যকান্ত সরকার, বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্যা নাজমা লস্কর।
ঘেরাও ও বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ এসডিই অঙ্কার নাথের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসডিই নিচে নেমে আসেন। এসডিইর কাছে সমস্যাগুলো জেলা সভাপতি অভিজিৎ পাল তুলে ধরলে এসডিই নাথ বলে উঠেন গ্রাহকদের কাছ থেকে এমন কোন অভিযোগ পাননি। আপনাদের আন্দোলন ভূল। এমন কথা বলার সঙ্গে সঙ্গে শান্ত বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভকারীরা এসডিইর এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান। জেলা সভাপতিও মেজাজ হারান। অবস্থা বেগতিক দেখে ভুলও স্বীকার করে নেন ইঞ্জিনিয়ার। প্রথমে বলেন কোন বিল বাড়েনি এরপর চাপের মুখে পড়ে বিল বাড়ার কথা স্বীকার করে বলেন চার টাকার বেশী বৃদ্ধি পেয়েছে। এসডিইর কথাবার্তায় উত্তেজিত হলে জেলা সভাপতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
এ দিন প্রায় দেড় শতাধিক নেতা কর্মী উপস্থিত থেকে স্মার্ট মিটার বাতিল সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন কার্যালয় চত্বর। বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, স্মার্ট মিটারের বিল ভরতে গিয়ে সাধারণ গ্রাহকের পকেট খালি হয়ে যাচ্ছে। তিন গুণ চার গুণ বেশী বিল দিতে হচ্ছে। বহু গ্রাহক বিল পরিশোধে হিমশিম খাচ্ছেন। অনেকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্মার্ট মিটারের ভূতুড়ে বিল এবার মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন। কেননা মুখ্যমন্ত্রীর কথামতে মন্ত্রী বিধায়কের বাড়িতে স্মার্ট মিটার বসানোর পর যে বিল দেখাচ্ছে তাতেই বুঝেছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার স্মার্ট মিটার বাতিল করবে না ততক্ষণ কংগ্রেস তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।
এ ছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ। তিনি বলেন, সরকার কিছু চাল দিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে তিন-চার গুণ টাকা লুটিয়ে নিচ্ছে। এতে বাগান সহ সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। বক্তব্য রাখেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হুসেন বড়ভূইয়া (আক্কা)। তিনি বিদ্যুৎলাইন স্মার্ট না করে মানুষকে লুটতে স্মার্ট মিটার করেছে এই সরকার। সামান্য বাতাস বা বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এ ছাড়া বক্তব্য রাখেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজণ পালিত। তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। কংগ্রেস নেতা জলাল আহমেদ মজুমদার, সূর্যকান্ত সরকার, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ প্রমুখ।
এ দিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দের মধ্যে পালংঘাটের বিশ্বজিৎ দেবরায়, রাজেন্দ্র প্রসাদ বারই, বিক্রম সিংহ, সোনাইয়ের তৈয়বুর রহমান মজুমদার, খাইরুল ইসলাম লস্কর, সাকির আহমেদ মজুমদার, রুহুল আমিন চৌধুরী, বুলবুল লস্কর, জাকির হুসেন লস্কর, আমিনুল হক চৌধুরী প্রমুখ।