রামদিনা-র গোলে মাতৃভূমির কোয়ার্টারে নাজিয়া এন্টারপ্রাইজ
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : রামদীনা-র করা একমাত্র গোলে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলো নাজিয়া এন্টারপ্রাইজ। মঙ্গলবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ এমএমআর এস দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে নাজিয়া এন্টারপ্রাইজ। এদিন মাঠে উপস্থিত দর্শক এক তীব্র প্রতিদ্বন্দিতামূলক তথা আকর্ষণীয় ফুটবল উপভোগ করেছেন। এদিন খেলার প্রথমার্ধ ছিল গোল শূণ্য। দ্বিতীয়ার্ধের খেলার ৬৮ মিনিটে নাজিয়া এন্টারপ্রাইজের খেলোয়াড় রামদীনা নিজের দলের জন্য জয়সূচক গোল করেন।
এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিয়া এন্টারপ্রাইজ দলের খেলোয়াড় রামদীনা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন সমাজসেবী সাব উদ্দিন বড়ভূইয়া। বুধবার টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে নতুন বাজার এফসি ও কর্কট এফসি দল পরষ্পরের মুখোমুখি হবে।