বাড়ির পাশে নালায় নিখোঁজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার, চাঞ্চল্য

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : নিখোঁজের পাঁচদিনের মাথায় পচাগলা দেহ বাড়ির পাশে নালায় বস্তাবন্দি লাশ উদ্ধার হল মহিলার। শনিবার তার বস্তাবন্দি মরদেহ চান্দপুর একটি নালা থেকে উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় এক দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় ভাঙ্গারপার ফাঁড়ির পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ সনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

বাড়ির পাশে নালায় নিখোঁজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার, চাঞ্চল্য

উল্লেখ্য, গত ২১ জুলাই কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা সালিমা বেগম নামের এক মহিলা নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ওই মহিলা রাতের খাওয়া দাওয়া শেষ করে, বাড়ির পাশের দোকানে শুয়ে পড়েন। পরের দিন, মঙ্গলবার, সকালে পরিবারের লোকজন দেখতে পান, দোকানে তালা ঝুলিয়ে রয়েছে। পরিবারের লোকজন মনে করেছিলেন, হয়তো দোকান বন্ধ করে আশপাশের কোথাও গিয়েছেন‌। কিন্তু বহু অপেক্ষা করার পর, তার কোন সন্ধান না পেয়ে মোবাইলে ফোন করলেও সুইচ অফ দেখায়। এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোনও সন্ধান পাননি। অবশেষে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ মামলা দায়ের করেন পরিবারের লোকজন।

Spread the News
error: Content is protected !!