অক্সিলিয়াম স্কুল বাসের দুর্ঘটনা ধলাইয়ে, সড়কের উপর সামগ্রী নিয়ে ক্ষোভে ফুঁসছেন জনতা

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : ধলাই সদাগ্ৰামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অক্সিলিয়াম স্কুলের ৫ নম্বর বাসটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুরে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের পানিসাগর ও ধলাইখাল সেতুর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় প্রশাসনের চরম উদাসীনতা এবং সড়কে যত্রতত্র ফেলে রাখা নির্মাণ সামগ্রীর বিপদজনক প্রবণতাকে সামনে এনেছে, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা গেছে, বাসটি নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিয়ে স্কুলে ফেরার পথে দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনার শিকার হয়। বাসের চালক জানান একদিকে সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখা তার উপর, হঠাৎ একজন ব্যক্তি বাসের সামনে চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। এর ফলে বাসটি সড়কের পাশে একটি বাড়ির গেটে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় বাসের চালক ও সহ-চালক আহত হয়েছেন। ভাগ্যক্রমে, দুর্ঘটনার সময় বাসে কোনও শিক্ষার্থী ছিল না। তবে স্থানীয়দের বক্তব্য, যদি শিক্ষার্থীরা বাসে থাকত, তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা ছিল। এই ঘটনা প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল সংশ্লিষ্ট এলাকায় সড়কের ওপর বিপজ্জনকভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রী। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের দুই পাশে, এমনকি সড়কের অর্ধেক অংশ জুড়ে ইট, বালি, পাথর এবং মাটির স্তূপ ফেলে রাখা হয়েছে। দুর্ঘটনার সময়ও অন্তত পাঁচটি স্থানে এই ধরনের নির্মাণ সামগ্রী পড়ে ছিল, যা যান চলাচলে ব্যাপক বাধা সৃষ্টি করছিল। বাসিন্দারা আরও জানান, এটি একটি জাতীয় সড়ক হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট এলাকায় কোনো ‘সাইড বাম’ ফুটপাত বা বিভাজক নেই। এর ফলে আশপাশের গ্রামের মানুষ নির্বিচারে নির্মাণ কাজের অজুহাতে সড়কের ওপর নির্মাণ সামগ্রী ফেলে রেখে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ এই বিষয়ে প্রশাসন সম্পূর্ণ উদাসীন এবং কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এই ঘটনার পর স্থানীয় জনসাধারণ প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রশাসনের চরম উদাসীনতার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে সড়ক থেকে সমস্ত নির্মাণ সামগ্রী অপসারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর স্পষ্ট বার্তা, এই ধরনের দুর্ঘটনা যেন আর কারও জীবনে বিপদ ডেকে না আনে, তার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জাতীয় সড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবন সুরক্ষিত রাখা প্রশাসনেরই দায়িত্ব, এমনটাই মনে করছেন ধলাইয়ের সাধারণ মানুষ।

Spread the News
error: Content is protected !!