ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শিলচরে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের। শুক্রবার শিলচর গান্ধী ভবনে আয়োজিত সাংগঠনিক সভার আলোচনায় উঠে এল ই-রিকশা চলাচলে জোড়-বেজোড় নম্বরের সমস্যা।চালকদের এই সমস্যা নিয়ে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে কথা বলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ দিনের সভার শুরুতে উপস্থিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয় ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে। সভায় উপস্থিত ছিলেন নীরেন পাল, উদয়শঙ্কর গোস্বামী, সভাপতি সুনীল পাল, বিদ্যুৎ দেব, গোপিকা নাথ ভট্টাচার্য, সহসভাপতি বিষ্ণু পুরকায়স্থ, দুলাল নাহা সহ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের কর্মকর্তারা।

ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ২০১৮ সালে ২ ফেব্রুয়ারি মাসে এই শ্রমিক সংগঠনের যাত্রা শুরু হয়। ২৪ টি রাজ্যে শ্রমিক সংগঠনের কাজ চলছে। তাঁরা আরও বলেন, ভারতীয় জনতা পার্টির নির্দেশে তাঁরা কাজ করে যাবেন এবং সব সময় শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের জন্য কাজ করে যাবেন। এ ছাড়াও বক্তব্যে চাঁদে চন্দ্রযান-৩ সফল ভাবে অবতরণ করায় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বৈজ্ঞানিক ও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ই-রিকশা চলাচলে জোড়-বেজোড় করার চালকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে কথা বলবেন তাঁরা। শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়েও আলোচনা হয়।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News