বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মোদির ছবি দিয়ে সেলফি পয়েন্ট তৈরির নির্দেশ

২ ডিসেম্বর : এবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী মোদির ছবি দিয়ে সেলফি বুথ বানানোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেখানে বুথে দাঁড়িয়ে মোদির সেসব ছবির সামনে সেলফি তুলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীদের উৎসাহিত করতে হবে। এজন্য শুক্রবার কমিশনের পক্ষ থেকে উপাচার্য-অধ্যক্ষদের চিঠি দেওয়া হয়েছে।

আগামী বছর লোকসভা নির্বাচন এর আগে এমন নির্দেশনায় দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। সমালোচকেরা মনে করছেন, নির্বাচনের আগে ক্যাম্পাসগুলোকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের অনানুষ্ঠানিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে ক্ষমতাসীন মোদি সরকার। আর এ জন্য প্রধানমন্ত্রীর ছবিসহ সেলফি বুথ বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে ভিন্ন কথা। কমিশনের যুক্তি, বিভিন্ন ক্ষেত্রে ভারতের নানা অর্জন রয়েছে। সেলফি বুথে সেসবের আলোকচিত্রের প্রদর্শন ও সেখানে সেলফি তোলা ভারতীয়দের সম্মিলিত গর্ববোধকে উৎসাহিত করবে। সেই সঙ্গে ভারতের অর্জন সম্পর্কে জানতে তরুণ মনে আগ্রহ জন্মাতে ভূমিকা রাখবে। খবর : আজকাল অনলাইন

Author

Spread the News