শিলচর-হাফলং সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু একজনের
আপডেট
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নববর্ষের আনন্দ মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে যায়। থার্টি-ফার্স্ট রাত উদযাপন করতে পাঁচ বন্ধু শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। তবে গুয়াহাটি পৌঁছার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনা মুখে পড়লেন তাঁরা। শিলচর- হাফলং সড়কে ডিটেকছড়ায় লরির সঙ্গে তাদের বোলেরো গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয়। সংঘর্ষ এত ভয়ানক ছিল যে বলেরো সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে বলেরোর ভেতরে মৃত্যু ঘটে উত্তর কৃষ্ণপুরের যুবক বাপ্পু বড়ভূইয়ার।
এছাড়াও বাকি চারজন গুরুতর আহত হয়েছেন এরমধ্যে শাহাদতের অবস্থা গুরুতর। চারজনকেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত বাকি তিনজন হলেন নিপু লস্কর, পারুল লস্কর ও টিঙ্কু লস্কর।
এ দিকে, বাপ্পু বড়ভূইয়ার পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও আড়াই বছরের এক মেয়ে, ভাই ও বোন। বাপ্পু হলেন প্রয়াত ময়না বড়ভূইয়ার বড় ছেলে। ময়না বড়ভূইয়া ছিলেন প্রাক্তন জেল পুলিশ। বাপ্পুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।