নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত ৫

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : অসম-ত্রিপুরা জাতীয় সড়কে নিলামবাজার কলেজের সামনে ভয়ানক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটল। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি ক্র্যইজার গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গেছে। এরমধ্যে চালক ও একটি শিশু রয়েছে। আহতদের নাম জানা যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত ৫

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।

নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত ৫
মৃত যুবক।

পুলিশ বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। আহতরা হাসপাতালের চিকিৎসাধীন আছেন।

নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত ৫

Author

Spread the News