পারিবারিক বিবাদের জের! ধারালো অস্ত্র দিয়ে হামলা, আহত এক

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : ত্রিপুরার সাব্রুমের ইন্দিরা নগরে পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে চাষের জমির জল নিয়ে পারিবারিক বিবাদ বাধে।

আহত বিশ্বাসের অভিযোগ, তিনজন মহিলা ও একজন পুরুষ মিলে নারায়ণ বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পারিবারিক বিবাদের জের! ধারালো অস্ত্র দিয়ে হামলা, আহত এক
পারিবারিক বিবাদের জের! ধারালো অস্ত্র দিয়ে হামলা, আহত এক

Author

Spread the News