চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই গুয়াহাটি হোটেল থেকে পাঁচ জুয়াড়ি গ্রেফতার
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স ট্রফি বুধবার থেকে শুরু হয়েছে। দীর্ঘ আটবছর পর মিনি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি পাকিস্তান এবং দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে, তবে আসল ম্যাচটি গুয়াহাটিতে চলছে। হোটেলের বন্ধ রুমে পাঁচজন লোক ছিল। গোপন খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলে পৌঁছয়। গুয়াহাটির একটি হোটেলে জুয়াড়িরা জুয়ার চক্র চালাচ্ছে। গুয়াহাটির মাঝমিয়ার উতসায় একটি বিশাল অনলাইন জুয়ার কেন্দ্র রয়েছে। বুধবার রাতে গুয়াহাটির অনলাইন জুয়ার আসরে বশিষ্ঠ পুলিশ অভিযান চালায়।
অভিযানে গ্যাংয়ের ৫ জন হাইপ্রোফাইল জুয়াড়িকে পুলিশের জালে পড়েছে। অনলাইন জুয়ার চক্রটি লালমাটির কনফোর্ট হোটেল থেকে কাজ করছিল। পুলিশ ১৪টি এটিএম কার্ড এবং ১০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি গ্রেফতার করা হয় জাকির খান, আমিন রেজাউল, সৈফুল ইসলাম, মীজানুর রহমান ও রফিজুল রহমান নামে পাঁচ জুয়াড়িকে।

