নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : হাতিখাল বাজারে বহু চর্চিত স্কুল পড়ুয়া সাদিয়া আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে। এনিয়ে কচুদরম পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পুলিশ ধলাই কেন্দ্রের পুনিরমুখ ২য় খণ্ডে হানা দিয়ে রিজু আহমদ নামে যুবককে আটক করে। রিজু আহমদ পুনিরমুখে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছে, এই খবর পুলিশ একটি গোপন সূত্রে জানতে পেরে গভীর রাতে অভিযান চালিয়ে সফল হয়। এখনও বেশ কজন আসল অপরাধী পালিয়ে বেড়াচ্ছেন।
উল্লেখ্য, হাতিখাল বাজারে জমি জবরদখল করার জন্য গভীর রাতে পরিকল্পনা মাফিক আব্দুল হেকিমদের উপর হামলা চালায় সাহাব উদ্দিন বাহিনী। এই হামলায় গুরুতর আহত হয় সাদিয়া। দু’দিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সাদিয়া।



