চার চাকা বাহনের সঙ্গে মুখোমুখি বাইকের, নিহত এক, আহত ২
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : গ্রান্ড বিটার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন একজন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি থানার খাদিমপাড়া সংলগ্ন আট নং অসম-আগরতলা জাতীয় সড়কে।জানা গেছে, শুক্রবার রাতে টিআর ০৫ এফ ৭৩৬৬ নম্বরের অ্যাপাচি বাইকে চেপে দুই যুবক খাদিমপাড়া সংলগ্ন এলাকার একটি ক্রাশার থেকে চুরাইবাড়ির দিকে আসছিল।উল্টো দিক থেকে আসা টিআর ০৫ এফ ০৭৬৮ নম্বরের গ্রান্ড বিটার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন।
ভয়াবহ সংঘর্ষে বাইক চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। একইভাবে বিলাসবহুল গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন প্রেমতলা দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বাইক চালক ও আরোহীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালের স্থানান্তর করেন। মৃত যুবকের নাম জয়নাল উদ্দিন (১৮) বাড়ি চুরাইবাড়ি থানা অধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে।সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবকের নাম তাজ উদ্দিন (১৮) বাড়ি বাঘন গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে।

