কাঁঠাল পয়েন্টে ম্যাজিকের ধাক্কায় একজনের মৃত্যু 

আলি চৌধুরী, শিলচর।
(আপডেট)
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : শিলচর কাঁঠাল রোড পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল একজনের। মৃত ব্যক্তি পাঁচগ্রাম উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। নাম শেখরচন্দ্র দাস। বয়স ৪৪। আহত চারজনের মধ্যে দুজন ভকতপুর এলাকারই আমির হোসেন ও নিজম উদ্দিন বলে জানা গেছে।
রবিবার দুপুরে বেপরোয়া ম্যাজিক ট্রাকের একের পর এক ধাক্কা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দাসের।

জানা গেছে, এএস ১১ ইসি ৯৩৬৪ নম্বরের একটি ম্যাজিক গাড়ি কাঁঠাল রোডে মহর্ষি বিদ্যামন্দিরের অদূরে ভকতপুর মসজিদের সামনে প্রথমে একটি অটোকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোর পেছনে ধাক্কা মারে এরপর সড়কের কয়েকজন পথচারীকে আহত করে। যারমধ্যে দাসকে সঙ্কটজনক ভর্তি করা হলে মৃত্যু ঘটে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করার খবর পাওয়া গেছে।

কাঁঠাল পয়েন্টে ম্যাজিকের ধাক্কায় একজনের মৃত্যু 

Author

Spread the News