শিলচরে যানজট সমস্যা নিরসনে সড়ক সম্প্রসারণ শেষ পর্যায়ে : মৃদুল যাদব

রাঙ্গিরখাড়ি থেকে বীরবল বাজার পর্যন্ত চার লেনের রাস্তা

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শিলচর শহরের রাস্তা সম্প্রসারণে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কাছাড় জেলা প্রসাশন। এরই অঙ্গ হিসেবে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে মেহেরপুরের বীরবল বাজার পর্যন্ত দুই-লেনের রাস্তাকে চার-লেনের মহাসড়কে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। শহরের ব্যস্ততম এই অংশে যোগাযোগ এবং যান চলাচলকে যানজটমুক্ত করার উদ্দেশ্যকে সামনে রেখে সম্প্রতি পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেন জেলা কমিশনার মৃদুল যাদব। তিনি তাঁর পরিদর্শনে সড়কের পরবর্তী পর্যায়ের কাজের প্রস্তুতির মূল্যায়ন এবং অগ্রগতি বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখেন এবং প্রস্তাবিত সম্প্রসারণের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সরকারি কার্যালয়ের চিহ্নিত ভবন এবং সীমানা প্রাচীরগুলি খতিয়ে দেখেন। জরিপের সময় বসতিসমুহ ও কার্যালয়ের ভবন চিহ্নিতকরণের কাজ যুগ্মভাবে করেছিলেন সংশ্লিষ্ট জমি অর্জন (এলএ) কর্মীরা।

পরিদর্শনকালে জেলা কমিশনার সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে নিরাপদ যাতায়াত ও সড়কের দীর্ঘমেয়াদি কাজে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট প্রকল্প দলকে নির্দেশ দেন জেলা আয়ুক্ত।  তিনি আরও সুপারিশ করে বলেন, রাস্তার পাশের নালা নির্মাণের সময়ে যাতে উপযুক্ত ঢাল বজায় রাখা হয়, যাতে ভারী বৃষ্টির সময়ে রাস্তার পৃষ্ঠে জমাজল রোধ করা যায়।

শিলচরে যানজট সমস্যা নিরসনে সড়ক সম্প্রসারণ শেষ পর্যায়ে : মৃদুল যাদব

রাস্তা সম্প্রসারণের এই উদ্যোগটি শিলচর মেডিক্যাল কলেজ পর্যন্ত প্রসারিত হওয়ার লক্ষ্যকে মাথায় রেখে কাজ এগোনো হচ্ছে। মেডিক্যাল রাস্তা হয়ে গেলে এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস হবে বলে আশা করেন তিনি। পাশাপাশি মেডিক্যালে যাতায়াতকারী সাধারণ মানুষের সমস্যা লাগব হবে।

শিলচরে যানজট সমস্যা নিরসনে সড়ক সম্প্রসারণ শেষ পর্যায়ে : মৃদুল যাদব

Author

Spread the News