রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে করিমগঞ্জে একতা দৌড় অনুষ্ঠিত
জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জেও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে মঙ্গলবার রান ফর ইউনিটি বা একতা দৌড় অনুষ্ঠিত হয়েছে। জনগনের মধ্যে রাষ্ট্রীয় একতার বার্তা ছড়িয়ে দিতে করিমগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ছয়টায় করিমগঞ্জের আবর্ত ভবনের সম্মুখ থেকে এই একতা দৌড় বের করা হয়। এতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, অমিত রাজ চৌধুরী, সহকারি আয়ুক্ত মানস প্রতিম বংজং সহ পুলিশের জওয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ক্রীড়া প্রেমী ও ভাল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এই দৌড় করিমগঞ্জ আবর্ত ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, সুভাষ নগর, এওসি পয়েন্ট, স্টেশন রোড, শম্ভু সাগর পার্ক, মেইনরোড হয়ে ডিএসএ মাঠে এসে শেষ হয়। এই একতা দৌড়ে পুরুষদের মধ্যে প্রথম কল্পজ্যোতি দাস, দ্বিতীয় বিষ্ণু রায়, তৃতীয় রমেশ দাস। পাশাপাশি মহিলাদের মধ্যে প্রথম সাজনা বেগম, দ্বিতীয় মমতা দৈমারী এবং যশস্বী দৈমারী তৃতীয় স্থানাধিকার করেন।
এদিকে, রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয় সহ জেলার সব সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে রাষ্ট্রীয় একতার শপথ গ্রহণ করা হবে।

