কালীপুজোয় পুরস্কৃত করবে ই-মিডিয়া অ্যাসোসিয়েশন ও আইএমএস হাসপাতাল কর্তৃপক্ষ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : ই-মিডিয়া অ্যাসোসিয়েশন ও আইএমএস হাসপাতালের যৌথ উদ্যোগে এবার করিমগঞ্জ শহরের কালীপূজা কমিটি সহ ক্লাব গুলোকে পুরস্কৃত করবে। মঙ্গলবার করিমগঞ্জ বেসরকারি আইএমএস হাসপাতালে এক সাংবাদিক বৈঠক ডেকে বিস্তারিত তুলে ধরেন ই-মিডিয়া অ্যাসোসিয়েশন কর্মকর্তা সহ আইএমএস হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শীর্ষেন্দু সী সাংবাদিক বৈঠকে জানান, এবারের কালীপুজোয় সেরা মণ্ডপ সহ মোট ছয়টি পুরস্কার প্রদান করা হবে। এতে শ্রেষ্ঠ মণ্ডপ, দ্বিতীয় শ্রেষ্ঠ মণ্ডপ ও তৃতীয় শ্রেষ্ঠ মণ্ডপ পুরস্কৃত করার পাশাপাশি শ্রেষ্ঠ থিম, শ্রেষ্ঠ আলোকসজ্জা, শান্তি শৃঙ্খলা ও পরিবেশবান্দব উপর বিচার করে ছয়টি পুরস্কার প্রদান করা হবে।
এছাড়া তিনি এও জানান, করিমগঞ্জে সুনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব তথা করিমগঞ্জ থেকে রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাসকে সংবর্ধনা প্রদান কারা হবে। এছাড়াও অ্যাসোসিশনের সম্পাদক হিল্লোল দত্ত ও সহসভাপতি রাহুল পাল বলেন, বাঙালি প্রদান বরাক উপত্যকার প্রদান দু’টি উৎসবের মধ্যে রয়েছে দুর্গাপুজা ও কালীপূজা। ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের বিভিন্ন পুজো কমিটি ও ক্লাবগুলো দিনরাত পরিশ্রম করে দর্শনার্থীদের আকর্ষিত করতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পুজোর আয়োজন করে থাকেন। তাই মূলত তাদের উৎসাহিত করতে এবার উদ্বোগ নেওয়া হয়েছে। যাতে আগামী দিনে ক্লাব ও পূজা কমিটির কর্মকর্তারা পুজো আরও ভালো সুন্দর থিম উপহার দিতে পারেন সেই অনুপ্রেরণা দিতে আমাদের এই প্রয়াস।
এদিকে, আইএমএস হাসপাতালের কর্ণধার পৌলম দাস বলেন করিমগঞ্জে কালীপূজার একটা আলাদা ঐতিহ্য রয়েছে তাই এবছর থেকে আইএমএস হাসপসতালের কর্তৃপক্ষ ও ই-মিডিয়া অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বিচারক মণ্ডলির ধারা বাচাই করা শহরে সেরা পূজা কমিটির ও ক্লাবগুলোকে ছয়টি বিভাগে সেরাদের পুরস্কৃত করা হবে। সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন ই-মিডিয়া অ্যাসোসিয়েশন সহসম্পাদক এসএম জাহির আব্বাস, সদস্য রোহন মালাকার প্রমুখ।