অষ্টমীর সকালেই কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী, হেঁটে গেলেন মণ্ডপে

অষ্টমীর সকালেই কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী, হেঁটে গেলেন মণ্ডপে

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : মহা অষ্টমীতে মুখ্যমন্ত্রী কোকরাঝাড়ের বিভিন্ন দুর্গাপূজার স্থান পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সকালে হেলিকপ্টারে কোকরাঝাড় গ্রিন ফিল্ডে পৌঁছেন এবং তারপরে সেখান থেকে সরাসরি কোকড়াঝাড় বড়ো বাজারের পূজা মণ্ডপে হেঁটে যান।

পূজার্চনা পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “লোকেরা এটা পছন্দ করে যখন একজন মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে থাকেন না কিন্তু সর্বত্র মানুষের সঙ্গে একত্রিত হন।” তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।

অষ্টমীর সকালেই কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী, হেঁটে গেলেন মণ্ডপে

এও বলেন, “গত লোকসভা নির্বাচনে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি মা দুর্গার আশীর্বাদ নিতে কোকরাঝাড়ে এসেছি। কোকরাঝাড় পূজায় এসে আত্মিক শান্তি পেলাম। মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন যে মা দুর্গা সবাইকে সম্প্রীতি বজায় রাখুন এবং সবার মঙ্গল করুন।

এরপর তিনি ডিপো রোড, গৌর নগর, শান্তিনগর ও সুভাষপল্লীর পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং দেবী দুর্গার কাছে আশীর্বাদ কামনা করেন। মুখ্যমন্ত্রী কোকরাঝাড়ের পাঁচটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন এবং চিরাং জেলার বাসুগাঁও চলে যান।

মুখ্যমন্ত্রী এরপর বনগাঁও পৌঁছাবেন এবং তারপর চিরাং জেলার বিজনিতে যাবেন। বিজনিতে নবনির্মিত ঐতিহাসিক লক্ষ্মী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সন্ধ্যায় স্থলপথে গুয়াহাটির উদ্দেশ্যে বিজনি ত্যাগ করবেন মুখ্যমন্ত্রী।

অষ্টমীর সকালেই কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী, হেঁটে গেলেন মণ্ডপে
অষ্টমীর সকালেই কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী, হেঁটে গেলেন মণ্ডপে

Author

Spread the News