রবিবার হাইলাকান্দিতে ৩৬৯৫ জন ছাত্রীকে নিযুত মইনার চেক

রবিবার হাইলাকান্দিতে ৩৬৯৫ জন ছাত্রীকে নিযুত মইনার চেক

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : হাইলাকান্দি জেলায় শিক্ষা বিভাগের প্রকল্প নিযুত মইনায়  ৩৬৯৫ জন ছাত্রীকে রবিবার চেক তুলে দেওয়া হবে। হাইলাকান্দির জেলার তিনটি স্থানে সভার মাধ্যমে এই চেক তুলে দেওয়া হবে। হাইলাকান্দির এসএস কলেজের খেলার মাঠে ১২৬৪ জন  ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে। এতে মুখ্য অতিথির হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। বোয়ালিপারের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনে ১১৫৮ জন ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী এবং বিধায়ক জাকির হোসেন লস্কর। অনুরূপভাবে লালা রুরাল কলেজে ১২৭৩ জন ছাত্রীকে নিযুত মইনার চেক তুলে দেওয়া হবে। এতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাইলাকান্দির পুরপতি কল্যাণ গোস্বামী।

রবিবার হাইলাকান্দিতে ৩৬৯৫ জন ছাত্রীকে নিযুত মইনার চেক

Author

Spread the News