৫ নভেম্বর ভারত-বাংলার কবি সাহিত্যিকদের চাঁদের হাট বসছে করিমগঞ্জে
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এবারও কবি সাহিত্যিকদের চাঁদের হাট বসছে করিমগঞ্জে। ভারত-বাংলার প্রায় তিনশত কবি সাহিত্যিক, সঙ্গীতশিল্পী ৫ নভেম্বর করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে মিলিত হবেন। আয়োজক বিশ্ব মানবধৰ্ম বিকাশ পরিষদ।
সকাল সাড়ে নয়টায় শুরু হবে আন্তর্জাতিক সাহিত্য মহাসম্মেলন। চলবে রাত নয়টা অবধি। দু’টি পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক আধ্যাত্মিক মুন্সি কবির হোসেন। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ছাত্র নেতা আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ।
বিশ্ব মানবধৰ্ম বিকাশ পরিষদ আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য মহাসম্মেননে দ্বিতীয় পর্বে হবে গানের আসর। গানের আসর মাতিয়ে তুলবেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী তথা সিলেট বিভাগের বেতার ও দুরদর্শন শিল্পী এস কামরুজ্জামান মাসুম কলকাতার বিশিষ্ট শিল্পী দেবব্রত দত্ত ও কনকলতা দেবনাথ গুয়াহাটির জুবি মহন্ত শিলচরের মমতাজ বেগম চৌধুরী সহ আরো বহু শিল্পী।
উদ্যোক্তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। উল্লেখ্য প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলনে ভারত বাংলাদেশের কুড়ি জন বিশিষ্ট গুনিজনকে মায়ারানী দেবী আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রদান করা হয়। সেই মতে এবছরও দুই দেশের কুড়ি জন বিশিষ্ট কবি সাংবাদিক ও গানের শিল্পী পাচ্ছেন কুড়িটি স্বর্ণ পদক।
সম্মেলনে দুই দেশের প্রায় একশ জন কবির কবিতা নিয়ে মানবতার রামধনু নামক এক যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে ৫ নভেম্বর। সভায় পৌরোহিত্য করবেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক নীহার রঞ্জন দেবনাথ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।