৯ মার্চ কেনেল ক্লাবের ডগ শো শিলচরে
বরাক তরঙ্গ, ৬ মার্চ : শিলচর কেনেল ক্লাব আয়োজিত বহু প্রতীক্ষিত ৩৮ এবং ৩৯তম অল ব্রিড চ্যাম্পিয়নশিপ ডগ শো অনুষ্ঠিত হতে চলেছে। শিলচরে টাউন ক্লাব ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ মার্চ। প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতা, জামশেদপুর, দিল্লি, গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক্সিবিটররা উপস্থিত থাকবেন তাঁদের কুকুর নিয়ে। প্রথম বিচারপতি উপস্থিত থাকবেন ইউক্রেনের টেটিয়ানা ভোরিসভা এবং দ্বিতীয় ক্রেভ্সেনকো।
কেনেল ক্লাব অব ইন্ডিয়া, যে শো ক্যালেন্ডার প্রকাশ করে সেই ক্যালেন্ডার এর ডেট না পাওয়াতে এবছর এই প্রতিযোগিতা অনেকটাই দেরিতে হচ্ছে। তবে এক্সিবিটরদের অনেকটাই উৎসাহ রয়েছে। এই প্রতিযোগিতায় নতুনভাবে কেসিআই এর নাম পঞ্জিকৃত করতে পারবেন এক্সিবিটররা সাংবাদিক সম্মেলনে জানান সম্পাদক প্রশান্ত কিশোর দাস এবং সভাপতি জয়ন্ত কুমার ঘোষ।
