১৬ মে ঊনিশের চেতনাকে সামনে রেখে তিন জেলায় মহা মিছিল বরাকের আওয়াজ এর
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মে : এই প্রথম বরাকের ইতিহাসে ১৯শে মে চেতনাকে সামনে রেখে বিশাল মিছিলের আয়োজন করা হচ্ছে। বরাকের আওয়াজ-এর উদ্যোগে তিন জেলায় আগামী ১৬ মে এই মিছিলে পা মেলাবেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ। ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ মিছিলে শামিল হবেন ১০০ টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়া স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন। শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে শহিদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো জানিয়েছেন উদ্যোক্তারা।
১৬ মে শিলচরে রাঙ্গির খারি পয়েন্টে নেতাজি মূর্তি সামনে থেকে এই মিছিল শুরু হবে। শেষ হবে গান্ধীবাগে। আক্ষরিক অর্থে এই মিছিল একটি মহা মিছিলের রূপ নেবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে।
মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এ মিছিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভাষা ভাষা গোষ্ঠীর মধ্যে এক সৌভাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলা হবে এই মিছিলের লক্ষ্য।