ধনেহরিতে অগ্নিদগ্ধ বৃদ্ধা, মৃত্যু

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : এক হৃদয় বিদারক ঘটনা ঘটল সোনাইয়ের ধনেহরি প্রথম খণ্ডে। আগুনে পুড়ে মৃত্যু ঘটল এক বৃদ্ধার। স্থানীয় সূত্রে জানা যায়, বছর ৭০ এর
সরগুল নেসা লস্কর ঘরের ভেতর মুরগির উকুন (হুলহুলি) মারতে সুপারি গাছের পাতায় আগুন ধরিয়ে এদিক-ওদিক ঘুরাচ্ছিলেন। সেসময় অসাবধানতার দরুন পরনে শাড়িতে আগুন লেগে যায় তাঁর। তিনি যখন টের পেলেন তখন আগুন শাড়ীর অধিকাংশই পুড়ে যায়। তিনি চিৎকার করলে বাড়ির লোকরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে শাড়ি হয়ে বৃদ্ধার চুলে আগুন পৌঁছে যায়। জানা যায় মহিলার শরীরের আশি শতাংশ অগ্নিদগ্ধ হয়। এরপর পরিবারের লোকরা সরগুল নেসাকে শিলচর মেডিক্যালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন শুক্রবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ধনেহরিতে অগ্নিদগ্ধ বৃদ্ধা, মৃত্যু

এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় বুধবার সকাল সাতটা নাগাদ। তিনি প্রয়াত সইফ উদ্দিন লস্করের স্ত্রী। রেখে গেছেন তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনি। শনিবার ময়নাতদন্তের পর বৃদ্ধার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হবে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান পঞ্চায়েতের প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া সহ অনেকে।

Author

Spread the News