আগুন নেভাতে গিয়ে উল্টো মার খেয়ে হাসপাতালে শয্যাশায়ী বৃদ্ধ

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : প্রতিবেশীর খড়ের ঘরে আগুন নেভাতে গিয়ে উল্টো মার খেয়ে হাসপাতালে শয্যাশায়ী এক ব্যক্তি। মারপিট কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হলে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের চিতলডর ৬ নং ওয়ার্ড এলাকার। জানা যায়, শনিবার গভীর রাতে কে বা কারা স্থানীয় ইয়াসিন আলি ও ইয়াকুব আলির খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান। গভীর রাতে হইহাল্লা শুনে ছুটে আসেন পাশের বাড়ির সত্তর বয়সী মসদ্দর আলি নামের এক ব্যক্তি সহ তাঁর পরিবারের লোকজন। আগুন নেভাতে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে গেলে উল্টো তাদের দুষ্কৃতি বলে বেদড়কভাবে মারধর শুরু করেন ইয়াসিন আলি ও তার ভাই ইয়াকুব আলি। এ অভিযোগ করেন মসদ্দর আলির পরিবার। মারপিটে গুরুতর আহত হন মসদ্দর আলি, অল্পবিস্তর আহত হন পরিবারের আরও কয়েকজন সদস্য।

পরে রাতেই গুরুতর আহত অবস্থায় মসদ্দর আলিকে নিয়ে যাওয়া হয় কদমতলা স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আজ রবিবার দুপুরে তার উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে।বর্তমানে চিকিৎসাধীন তিনি। এদিকে আহত মসদ্দর আলির পরিবার অভিযুক্ত ইয়াসিন আলি ,ইয়াকুব আলি সহ কয়েকজনের বিরুদ্ধে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কদমতলা থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Author

Spread the News